Celebrating Decade of Home Care Services by the Foundation
Sir William Beveridge Foundation has been rendering home care services to the vulnerableelders in Bangladesh for over a decade very successfully. This is a culturally appropriate unique model of service under our flagship project. To mark this occasion befittingly a seminar was organised on December 12, 2018 at BIISS Seminar Hall.
Mr. Kazi Reazul Hoque, Chairman National Human Rights Commission was the Chief Guest whilst Dr Hossain Zillur Rahman, Executive Chairman, PPRC was the Special Guest. Dr Rahman Jilani delivered the welcome address and the Country Director chaired it. Various stake holders associate organisations, service users, eminent persons and media representatives did attend.
The Foundation, like previous occasion, honoured two distinguished persons in Dr. Qazi Kholiquzzaman Ahmad , Chairman, PKSF and Mr Khandaker Ibrahim Khaled, Director, Kendrio Kochi Kancher Mela for their outstanding services to the nation. Many distinguished participants spoke highly of the noble and pioneering job done by the Foundation.
The Foundation also honoured a few staff for their decicated services to the elders over the years.
স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশান এর এক যুগ উদযাপন, গুণীজন সংবর্ধনা এবং হোম কেয়ার সার্ভিসের চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে সেমিনার
স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশান বাংলাদেশে অত্যন্ত সফলভাবে একযুগের বেশী সময় ধরে তাদের ফ্ল্যাগশিপ প্রজেক্ট ‘হোম কেয়ার সার্ভিস’ প্রদান করে সমাজের শারীরিখভাবে অক্ষম বয়ো জোষ্ঠ্যদের/বৃদ্ধদের সেবা দিয়ে আসছে। এই গৌলবময় সূহুতটি উদযাপনে গত 12 ডিসেম্বর ২০১৮ইং তারিখে বিআইআইএসএস সেমিনার হলে একটি সেমিনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব কাজী রিয়াজুল হক, চেয়ারস্যার, জাতীয় মানবাধিকার কমিশন, বিশেষ অতিথি ছিলেন ড.হোসেন জিল্লুর রহমান, নির্বাহী চেয়ারম্যান, পিপিআরসি, সূচনা বক্তব্য রাখেন ফাউন্ডেশান এর প্রতিষ্ঠাতা এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর ড.রহমান জিলানী এবং সভাপতিত্বত করেন ফাউন্ডেশানের কান্ট্রি ডিরেক্টর মেজর জেনারেল জীবন কানাই দাস (অব:)। আরো উপস্থিত ছিলেন স্টেকহোল্ডার, সহযোগী সংগঠন, বেভারিজ সার্ভিস ইউজার, বিশিষ্ট্যব্যক্তিবর্গ িএবং প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশানের পক্ষ থেকে দুইজন গুণীজন ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়-ড.কাজী খলীকুজ্জামান আহমদ, চেয়ারম্যান, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, জনাব খোন্দকার ইব্রাহিম খালেদ, পরিচালক, কেন্দ্রীয় কচি কাঁচার মেলা। উক্ত অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের মতামত প্রকাশ করেন। সভায় প্রধান/বিশেষ অতিথিসহ সকল বক্তা ফাউন্ডেশান কর্তৃক প্রবীণদের Culturally Appropriate অভিনব সেবায় ভূয়সী প্রংশা করেন। পাশাপাশি Women’s Empowerment বিষয়টির উপরে গুরুত্ব দেবার জন্য Foundation কে অভিনন্দিত করা হয়। এছাড়াও অনুষ্ঠানে বিগত বছরগুলোতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ কয়েকজন সিসিএ কে স্মারক প্রদান করা হয় ।